ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লীভের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আর্ন এন্ড লীভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক সহযোগিতায়
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮ টায় মঘিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ শীতবস্ত বিতরণ করা হয়।
আর্ন এন্ড লীভের জেলা কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলার সূরাহ কমিটির সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। এছাড়া কচুয়া উপজেলা জামাত ইসলামের আমির মওলানা রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক শহীদুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জল কুমার দাস, মঞ্জুর খন্দকার, রাকিব সিকদার, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল নাসিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় মঘিয়া ইউনিয়নের শতাধিক শীতার্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
বক্তারা জানান ,আর্ন এন্ড লীভ একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের এ কার্যক্রম চলমান রয়েছে। আগামীতেও তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান।