মোঃ নুর সাইদ ইসলাম, নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাট উপজেলার পাগলাদেওয়ান এলাকা থেকে
ধর্ষক ইয়ানুর কে গ্রেফতার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৯ এপ্রিল) নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পাগলাদেওয়ান এলাকা থেকে ধর্ষক মো. ইয়ানুর ইসলাম (২৫), পিতা-মো. মাহাবুব হোসেন, সাং-রূপনারায়নপুর, উপজেলা-ধামইরহাট, জেলা-নঁওগা কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, মোছা. আমিনা খাতুন এর শয়ন কক্ষে প্রবেশ করে মো. ইয়ানুর ইসলাম ধর্ষণ করে। পরবর্তীতে আবারও ইয়ানুর আমিনার সাথে দেখা করতে আসলে উভয়ের মধ্যে বিয়ের বিষয় নিয়ে বাগবিতন্ডার সৃষ্টি হয়। বাগবিতন্ডার একপর্যায়ে ইয়ানুর আমিনার উপর চড়াও হয়ে টেনে হিচড়ে বাড়ির পিছনে লিচু বাগানে নিয়ে গিয়ে মাটিতে ফেলে গলায় ছুরি বসিয়ে হত্যার চেষ্টা করলে আমিনা ইয়ানুরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা আমিনা ধর্ষন ও হত্যা চেষ্টার ব্যাপারে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। ধর্ষিতা আমিনা কর্তৃক অভিযোগ প্রাপ্তির পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ধর্ষক ইয়ানুর কে গ্রেফতার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাগলাদেওয়ান এলাকা হতে ধর্ষক ইয়ানুর কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।