নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে আজ ৩০ জুন'২৪ রোজ রবিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ই জুলাই পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ৯ই জুলাই থেকে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে।
নওগাঁ জেলা সহ ধামইরহাট উপজেলা তথা সমগ্র বাংলাদেশের সকল এইচএসসি এবং সমমানের পরীক্ষার্থীদের দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন।
এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবু সুফিয়ান হোসাইন গণমাধ্যমকে বলেন- আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। তাই প্রত্যেক পরীক্ষার্থীকে ধামইরহাট উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে অভিনন্দন এবং আগামী দিনের জন্য শুভকামনা। জীবনে ভবিষ্যতে উন্নতির শিখরে এগিয়ে যাওয়ার রাস্তা হলো পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে উপযুক্ত মানুষ হিসাবে গঠন করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করাই প্রতিটি পরীক্ষার্থীদের নিকট আমাদের প্রত্যাশা। শুভ হোক সকলের আগামী দিনের পথ চলা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আরিফুল ইসলাম খাঁন শাহীন। যোগাযোগ: ই- মেইল: kholanewsbd@gmail.com, ফোনঃ ০১৭১৫-৬৭৪২৪২ - প্রধান কার্যালয়ঃ বাসা নং ৬৮০, শহীদ ফরহাদ হোসেন খান সড়ক, কাশিমপুর, গাজীপুর।
Copyright © 2024 দৈনিক খোলা নিউজ. All rights reserved.