বি এ রায়হান, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের টঙ্গীতে পানির লাইন ঠিক করতে গিয়ে কলেজের ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আল-আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে এই ঘটনা ঘটে।
নিহত আল আমিন গাজীপুর জেলার কাশিমপুর থানার সুরাবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে পানির লাইনে সমষ্যা দেখা দিলে। ভবনের ছাদের পানির লাইন চেক করতে যান ইলেকট্রিশিয়ান আল আমিন। এসময় আগে থেকে পানি পড়ে পিচ্ছিল হয়ে থাকা ছাদের কিনারায় অসাবধানতা বসত পার হতে গিয়ে পিছলে পড়ে ছাদ থেকে প্রিন্সিপালের রুমের বারান্দায় অংশে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত শিক্ষক ও ছাত্ররা মিলে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে সফি উদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।