নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে সরকারি ভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বোয়েসেল নৈত্তিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিতের লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। উক্ত কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারসহ বোয়েসেলের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচ্ছে বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আরিফুল ইসলাম খাঁন শাহীন। যোগাযোগ: ই- মেইল: kholanewsbd@gmail.com, ফোনঃ ০১৭১৫-৬৭৪২৪২ - প্রধান কার্যালয়ঃ বাসা নং ৬৮০, শহীদ ফরহাদ হোসেন খান সড়ক, কাশিমপুর, গাজীপুর।
Copyright © 2024 দৈনিক খোলা নিউজ. All rights reserved.