নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে ২ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। পরে টুটিকাটা সমবায় সমিতির পানি ব্যবস্থাপনা কর্মসূচির একটি অস্থায়ী খালও পরিদর্শণ করেন তিনি। দুপুর ১২ টায় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। প্রধান শিক্ষক ও সমবায়ী আব্দুর বারী পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহযোগি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, আদিবাসী সামাজিক উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, রুপনায়নপুর সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসেন, টুটিকাটা সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বড়শিবপুর কোতরাপাড়া সমিতির সভাপতি আতোয়ার রহমান প্রমুখ। পরে সমবায়ী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতর করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আরিফুল ইসলাম খাঁন শাহীন। যোগাযোগ: ই- মেইল: kholanewsbd@gmail.com, ফোনঃ ০১৭১৫-৬৭৪২৪২ - প্রধান কার্যালয়ঃ বাসা নং ৬৮০, শহীদ ফরহাদ হোসেন খান সড়ক, কাশিমপুর, গাজীপুর।
Copyright © 2024 দৈনিক খোলা নিউজ. All rights reserved.