নিউজ ডেস্ক:-
নওগাঁর পত্নীতলা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমকর্মি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে এসময় সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ্ ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন থানা ওসি মোজাফফর হোসেন।এসময় রাজনৈতিক নেতাদের মধ্যে মূল্যবান মতামত প্রদান করেন বিএনপি নেতা সাবেক এমপি সামসুজ্জোহা খাঁন জোহা, বিএনপি নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক ও নজিপুর পৌর বিএনপির নেতা এজেড মিজান, যুবদলের নেতা শাহীন, জামায়াত নেতা ডাঃ আবু ওবায়দা, জামায়াত নেতা সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, জামায়াত নেতা আখতার ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজগর আলী, সাংবাদিক নেতাদের মধ্যে পত্নীতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর খবরের পর সরকারি, বেসরকারি ভবন, স্থপনা,বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসব ঘটনাতে আহত হয়েছেন অনেকে।জরুরি সভায় এলাকায় শান্তি ফিরিয়ে আনতে সবাই একমত পোষণ করে যার যার অবস্থান থেকে কাজ করার চেষ্টা করার প্রতিশ্রুতি গ্রহণ করেন। সেই সাথে রাজনৈতিক দলের নেতাদের দিকনির্দেশনা মেনে চলতে নিজ নিজ দলের মিটিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত মন্দির রক্ষা জন্য গ্রাম পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেন ইউএনও মহোদয়।