অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জেলা তাবলীগ জামাত মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদ্রাসার শিক্ষক সাইদুল ইসলামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড, জেলা ইমাম পরিষদ ও তাবলীগ পটুয়াখালী।
এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গতকাল শুক্রবার মার্কাজ মসজিদে আসরের নামাজ পড়ানোর পর ইমাম সাইদুল ইসলাম মেহরাব থেকে বাহিরে যাওয়ার সময় আল-আমিনসহ বেশ কয়েকজন সাদপন্থি সন্ত্রাসী হামলা করে। সেসময় মসজিদের মুছাল্লীগণ তাদের উদ্ধারের জন্য পুলিশের সহযোগিতা চাইলে তারা নিরব ভূমিকা পালন করেন। পরে তাওহিদী জনতা তাৎক্ষণিক সাদপন্থিদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এছাড়াও সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি উপস্থাপন করেন দাবিগুলো হলো, জেলা মার্কাজের ইমাম সাহেবের উপর আক্রমণকারী সাদপন্থি সন্ত্রাসী আল আমিনসহ জড়িত অন্যান্যদের গ্রেফতার, মার্কাজ মসজিদে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করাসহ ওলামা ও মাদ্রাসা বিদ্বেষী ভ্রান্ত সাদপন্থিদের তাবলীগ নামের সকল কার্যক্রম বন্ধ করার দাবি করেন।
এসময় জামিয়তে উলামায়ে কেরাম পটুয়াখালী জেলার সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আবুল কাসেম, মাওলানা জহুরুল হক, মাওলানা আবু তাহের, মাওলানা আবু বকর, মুফতি মজিবুর রহমানসহ মাওলানা সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার রাতে পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন তারা।