পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী শহরে পৌর এলাকার ৭নং ওর্য়াড এর বাসিন্দা ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান খান এবং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা আসমা বেগম সুরমা একমাত্র পুত্র আবু যর তাহমীদ খান পটুয়াখালী দারুল কুরআন ক্যাডেট সিস্টেম মাদ্রাসা থেকে ১৫ মাসে কুরআন হাফেজ হয়েছেন। তাঁর বোন তাসমীয়া তাসনীম খান পটুয়াখালী জামিলা খাতুন হাফিজিয়া মাদ্রাদা থেকে কুরআন হাফেজ হয়েছেন।আল্লাহর রহমত এবং সকলের দোয়া থাকলে আবু যর তাহমীদ খান ইসলামিক স্কলার হয়ে ইসলাম প্রচার করবেন এবং তার বোন তাসমীয়া তাসনীম খান আলেম হয়ে কুরআন গবেষনা করা ইচ্ছা আছে। ওদের জন্য দোয়া কামনা করেছেন ওদের মা এবং বাবা।