সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে পাঁচবিবি ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত ২দিনব্যাপী টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলা খোদা বক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
বলে ব্যাট মেরে এ টুনামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও ধরনজি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরহাদ চৌধুরী প্রমুখ।এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় টসে জিতে বিরামপুর ক্রিকেট একাডেমী ১০ ওভারে ৯৭ রান করে । অপরদিকে পাঁচবিবি ক্রিকেট একাডেমী ১১২ রান করে ১৫ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। আগামীকাল শনিবার ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ টুর্নামেন্টটি সম্পন্ন হবে।