1. admin@thedailykholanews.com : admin :
কচুয়ায় ১৪৪ জারি ভেঙে বিএনপির সমাবেশ - দৈনিক খোলা নিউজ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কচুয়ায় ১৪৪ জারি ভেঙে বিএনপির সমাবেশ

দৈনিক খোলা নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় একই সময়ে বিএনপি ও তাদের দলের সাবেক সংসদ সদস্যের (এমপি) অনুষ্ঠান কেন্দ্র ১৪৪ ধারা জারিকে কেন্দ্র করে দুটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির পক্ষ থেকে জনসভা হবে এবং সাবেক এমপি’র সংবর্ধনা অনুষ্ঠান স্থাগিত করা হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে সেখানে সংঘাত এড়াতে বিপুল সংখ্যক আইনশৃক্সখলা বাহিনীর সদস্যকে মোতায়েত করে প্রশাসন। উপজেলা বিএনপি মঙ্গলবার বিকেলে পূর্ব নির্ধারিত রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা করতে পারেনি। তারা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড এলাকায় জনসভা না করে সমাবেশ করেছে। তবে সমাবেশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ সাংবাদিকদের বলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় একই সময়ে কচুয়া উপজেলা বিএনপি ও তাদের দলের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং চারপাশের ১ কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল ধরণের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়ান্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সব ধরনের সংঘাত এড়াতে ওই এলাকায় আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ১৪৪ ধারা জারি করা এক কিলোমিটারের মধ্যে কাউকে কোন কর্মসূচি পালন করতে দেয়া হয়নি। তবে উপজেলা বিএনপি ১৪৪ ধারা জারি করা এলাকা থেকে সরে গিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ