1. admin@thedailykholanews.com : admin :
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার - দৈনিক খোলা নিউজ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি গ্রেফতার

দৈনিক খোলা নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

ইমরান হোসেন বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের কচুয়ায় ১৬ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত আসামি মোঃ আইয়ুব আলী ফরাজির ছেলে ওহিদুল ইসলাম শেখ (৪৩) কে গতকাল ১৭ ডিসেম্বর সকাল ১১ টায় চট্টগ্রামের ইপিজেড থানার সহায়তায় পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক এর কচুবগা নামক এলাকায়।
এর আগে তার বিরুদ্ধে ভিকটিমের মা ছবেদা বেগম কচুয়া থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় ওহিদুল শেখকে বাদী করে একটি নারী নির্যাতন ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ইপিজেড থানার সহায়তায় পতেঙ্গা এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে কচুয়া থানায় সোপর্দ করেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তি বেশ কিছুদিন পালিয়ে ছিলেন। পরবর্তীতে ইপিজেড থানা পুলিশ তাকে গ্রেফতার করে কচুয়া থানায় সোপর্দ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ